ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহী পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে মা ট্রেডার্সে বিকাশ টাকা তুলার নামে প্রতারণা করার সময় হাতেনাতে দুই প্রতারককে আটক করে স্থানীয় জনগণ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দুই প্রতারকের গ্রেপ্তার করে নিয়ে আসে।
গত বৃহস্পতিবার (১ আগস্ট) ঝলমলিয়া বাজারে মা ট্রেডার্সের মালিক জুবায়ের রহমান সুইটে বিকাশে দোকানে এই ঘটনাটি ঘটে। পরে প্রতারণাকারীদের পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিকাশ দোকানি।
গ্রেপ্তারকৃত হলো, পুঠিয়া ইউনিয়নের ধনঞ্জয়পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল (২৬) ও জিউপাড়া ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে রাসেল আলী (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ধনঞ্জয়পাড়ার রুবেল সে (বিসিএস) পড়ুয়া ছাত্র ও জিউপাড়ার এলাকার রাসেল পেশাদার ভ্যানচালক। তবে অনেকের ধারণা এই দুই জনের পেশাগত প্রতারক করে চলা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সুইটের বিকাশের দোকানে গিয়ে রুবেল হাজির হয়ে প্রথমে ৭ হাজার টাকা বিকাশে ক্যাশ-আউট করবে বলে জানায় দোকান মালিক সুইটকে। ক্যাশ-আউট করতে বললে, প্রতারক রুবেল তার নিজের মোবাইল থেকে একটি ২৪ হাজার ৫শত টাকার ভুয়া ক্যাশ-আউট এসএমএস পাঠায় এবং রুবেল নগদ টাকার দাবি করে। কিন্তু দোকানি সুইট তাকে জিজ্ঞাসা করে যে ৭ হাজার টাকা দিতে চাইলেন ২৪ হাজার ৫শত টাকা আপনি কেন ক্যাশ আউট করলেন?
উত্তরে প্রতারক রুবেল জানায়, টাকা দিয়েছি আমাকে নগদ টাকা দিয়ে দিন নয়লে লোকজন কে ডাকবো। এমন অবস্থায় অপরাধী আরেক প্রতারক রাসেলকে ডাকে, কিছু সময় পরে রাসেল এসে রুবেলের পক্ষে সাফাই গাই দ্রুত টাকা দিয়ে দিতে বলে। এক পর্যায়ে নগদ টাকা তাদের হাতে দিয়েও দেয় দোকান মালিক সুইট কিন্তু দুই প্রতারকের আচরণ দেখে তার মনে সন্দেহ জাগে তৎক্ষণাৎ মোট ব্যালেন্স চেক করতে গেলে সুইট দেখতে পায় তার একাউন্টে কোনো টাকায় যোগ হয়নি।
আরও জানা যায়, বৃহস্পতিবার ঝলমলিয়া সাপ্তাহিক হাট হওয়ার কারণে অনেক মানুষের সমাগম ছিল। সে কারণে অনেক লোকজন ঘটনাস্থলে ভিড় করে এবং দুই প্রতারককে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা তাদের প্রতারণার কথা স্বীকার করে। পরে প্রতারক দুই জনকে পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।
বিকাশ দোকানি জুবায়ের রহমান সুইট বলে, মামলা করতে গেলে অনেক ঝামেলা তাই আমি একটি লিখিত দিয়ে এসেছি, আমি এই বিষয়ে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করতে চাই না।
পুঠিয়া থানা (ওসি) সাইদুর রহমান বলেন, এত বড় একটা ক্রাইম অথচ কোন এক কারণে বাদি পক্ষ এবং আসামিপক্ষ বিষয়টা মিস করে নেয় এবং এ বিষয়ে কোন অভিযোগ করবে না বলে থানায় লিখিত দিয়ে যাই পক্ষ বাদী। আমরা আসামিদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করেছি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew