ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী তানোর উপজেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত দুইজনসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিনভর তানোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার তানোর থানাধীন রায়তান বাজে আকচা এলাকার আছর আলীর ছেলে ফিরোজ আলী (২৫), রিয়াজ উদ্দিনের ছেলে রায়হান ওরফে বাবু (২৫)। গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী বুরুজ এলাকার রবিউল ইসলামের ছেলে সেতাবুর রহমান ও মোহর এলাকার আব্দুল মজিদের ছেলে আলফাজ (৩৫)।
তানোর থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, তার নেতৃত্বে এসআই (নিঃ) মাসুদ রানা পারভেজ সঙ্গীয় ফোর্সসহ তানোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে ফিরোজ ও রায়হানকে গ্রেপ্তার করে।
তিনি জানান, এসআই (নিঃ) আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী সেতাবুরকে গ্রেপ্তার করে এবং এসআই (নিঃ) ইয়াছির আরাফাত গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী আফজালকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে শুক্রবার অদালতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।