ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতির কারণে এ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুরে রাজশাহী সকড় পরিবহণ গ্রুপের কার্যলয়ে সংবাদ সম্মেলন করে এ কমিটি বিলুপ্ত করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রাজশাহী সকড় পরিবহণ মালিক সমিতির সদ্য সাবেক সভাপতি নাজিম উদ্দিন।
তিনি জানান, দেশের চলমান পরিস্থিতির কারণে রাজশাহী সকড় পরিবহণ মালিক সমিতির পূর্বের কমিটি সর্ব সম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বর্তমান রাজশাহী সকড় পরিবহণ মালিক সমিতির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন গৌতম মোহন চৌধুরি রাকেশ। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে নিরর্বাচনের মাধ্যমে কমিটি পুনগঠন করা হবে।
তিনি বলেন, চলমান পরিস্থিতে আমরা অনেকটাই শঙ্কিত। কারণ দুস্কৃতিকারীরা সারাদেশে হামলা চালিয়েছে। তারা আমাদের যানহানেও হামলা করতে পারে।
তিনি বলেন, দেশ পুনরায় স্বাধীন হয়েছে। এখন দেশের সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। সকলকে দেশ গড়ার জন্য আহ্বান জানান তিনি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew