ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজনৈতিক সহিংসতায় প্রায় ১৬ বছর ধরে এ স্মৃতিসৌধে কোন কার্যক্রম না থাকার কারণে এটি অযত্নে-অবহেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়। অবশেষে পরিষ্কার করল শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগষ্ট) সকালে শিক্ষার্থীরা এসে স্মৃতিসৌধের আশপাশ থেকে শুরু করে উপরের ময়লা ও পরিষ্কার কার্যক্রম চালায়।
শিক্ষার্থীরা কেউ ঝাড়ু, কেউ হাসুয়া আবার কেউ পানি দিয়ে স্মৃতিসৌধ পরিষ্কার করছে। কাজগুলো তারা যত্নের ও আনন্দের সঙ্গেই করতে দেখা যায় সকল শিক্ষার্থীদের।
এ সময় স্মৃতিসৌধটি পরিদর্শন করে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম নূর হোসেন নির্ঝর। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জ্ঞাপন করে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাসও দেন এ কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সেই সময়ের (পুঠিয়া-দুর্গাপুরের) এমপি এড: নাদিম মোস্তফার আমলে এই স্মৃতিসৌধ তৈরি হয়। গত ২০০৫ সালের ২৬ মার্চ এই স্মৃতিসৌধটি উদ্বোধন করা হলেও ২০০৭ সালে আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এটির কার্যক্রম বন্ধ করে দেয় আ.লীগের কিছু প্রভাবশালী নেতারা। দীর্ঘ প্রায় ১৬ বছর অযত্নে, অবহেলায়-পরিত্যক্ত একটি স্মৃতিসৌধ।
স্মৃতিসৌধের বিষয়ে জানতে মুঠোফোনে সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম জুম্মার সাথে যোগাযোগ হলে তিনি বলেন, আ.লীগ কিছু দুষ্কৃতীরা স্মৃতিসৌধটি পরিত্যক্ত অবস্থায় রেখেছে।
উপস্থিত ছাত্র-ছাত্রীরা জানান, যারা জাতির প্রতীক শহীদ মিনার ও স্মৃতিসৌধ দলীয়করণের কারণে আলাদাভাবে দেখে তারা দেশকে কতটা ভালোবাসে তা আমরা এ সকল স্থান থেকে বুঝতে পারছি। আমাদের উদ্দেশ্য একটি বৈষম্য দূর করার বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং উন্নয়নশীল দেশ হিসাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় শিক্ষার্থীরাদের উদ্দেশ্য।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew