ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে শনিবার রাজশাহীর বাগমারায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন ইউএনও শরিফ আহম্মেদ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী, প্রকৌশলী সানোয়ার হোসেন, থানার ওসি মোস্তাক আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, সাবরেজিস্ট্রার তাহাজ্জত হোসেন,
বক্তারা ভা¯কর্য অবমাননার প্রতিবাদ জানান ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।