ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভা সঞ্চালনা করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
সভায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস কর্মসূচী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় কর্মসূচী সফল করার জন্য রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মীবৃন্দকে উপস্থিত থাকার আহŸান জানানো যাচ্ছে।