ধূমকেতু প্রতিবেদক : মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কলেজ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধুর উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুনন’ এর অবমুক্তি ও প্রদর্শন। সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বুধবার সকালে অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক-এর নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে দশটায় কলেজ অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর বহুমাত্রিক সংগ্রামী জীবন ও স্বাধীন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজশাহী কলেজ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
সভার প্রধান আলোচ্যক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন রাজশাহী কলেজ সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহŸায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম আলী, ম্যাগাজিন কমিটির আহŸায়ক প্রফেসর ড. শিখা সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা ও কলেজের বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধুর জীবনকে বিশ্লেষণ করলেই আমরা তাঁর বহুমাত্রিক সংগ্রামের পরিচয় পাই। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান সকল অপশক্তিকে প্রতিহত করে দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনে উপস্থিত সকলের প্রতি আহŸান জানান।
বক্তব্য শেষে অধ্যক্ষ উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ম্যাগাজিন প্রকাশনা কমিটির সদস্যদের নিয়ে ‘রাজশাহী কলেজ ম্যাগাজিন’-২০২০-এর মোড়ক উন্মোচন করেন। এরপর অনুষ্ঠিত হয় রাজশাহী কলেজের নিজস্ব শিল্পীদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘রাজশাহী কলেজ ফিল্ম সোসাইটি’ কর্তৃক বঙ্গবন্ধুর উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুনন’-এর প্রদর্শন।
বাদ জোহর কলেজ জামি মসজিদে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও কলেজ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।