ধূমকেতু প্রতিবেদক : মহান বিজয় দিবসে বিটিসিএল, রাজশাহীর উদ্যোগে বুধবার সকাল ৯টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে বিজয় র্যালী বের হয়। র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিএন্ডটি অফিসে গিয়ে শেষ হয়।
র্যালীতে নেতৃত্ব দেন, বিটিসিএল উত্তরাঞ্চল, রাজশাহীর চীফ জেনারেল ম্যানেজার জিয়াউল করিম।
র্যালী শেষে টিএন্ডটি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, ডিজিএম গোলাম মোর্সেদ, ম্যানেজার সাদেকুর ইসলাম মাবুদ ও জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক ও টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ) আঞ্চলিক কমিটি, রাজশাহীর সভাপতি শরীফ আলী মুনমুন প্রমুখ।