ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বাসের ধাক্কায় বেকারির মালবাহী অটো চালক গুরুত্বর আহত হয়। শনিবার বেলা ১১ টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া বাজারে এ দূর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তি নওগাঁ জেলার নজিপুর থানাধীন মোস্তাক আলীর ছেলে রাজু আহম্মেদ (৪০)।
জানা যায়, নওগাঁ থেকে ছেড়ে আসা রেহান (সিলেট জ-১১-০৬৯৮) নামক বাসটি রাজশাহীর নওদাপাড়া বাজারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বেকারির মালবাহী অটো চার্জার গাড়িতে সরাসরি ধাক্কা দেয়। এ ঘটনায় অটো চার্জার গাড়ীর চালক রাজু গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করে।