ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫।
এ উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিতের মধ্য দিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
বিচার কার্য শেষে তৃতীয় পর্বে ছিল অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার নাজমা রহমানের সভাপতিত্বে আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. এ.এইচ.এম তাহমিদুর রহমান, অধ্যাপক, চারুকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আলোচনার প্রারম্ভে তিনি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজকে রাজশাহী শহরের অন্যতম ব্যতিক্রমধর্মী সৃজনশীল একটি প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেন। যে প্রতিষ্ঠানের প্রতি তিনি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
সভাপতি ইঞ্জিনিয়ার নাজমা রহমান অনুষ্ঠানের সমাপনী বক্তব্য উপস্থাপনায় বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের জন্য এক মিশ্র অনুভূতির দিন, এক দিকে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন অন্যদিকে একমাত্র আপন ভাইয়ের মৃত্যুর স্মৃতি বিমর্ষ করে তোলে। তিনি ইতিহাসের পাতা থেকে বাংলা ভাষা বিষয়ক মর্মস্পর্শী আলোচনা উপস্থাপন করেন।
আয়োজক হিসেবে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, একুশে ফেব্রুয়ারি হল বাংলাদেশীদের চেতনার নাম। আমরা হয়তো থাকবো না কিন্তু এই ছোট ছোট সোনামণিদের মাধ্যমে একুশের চেতনা রয়ে যাবে যুগের পর যুগ। তিনি গভীর শ্রদ্ধাভরে ভাষা শহীদদের এবং শিমুলকে স্মরণ করেন। পরিশেষে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলকে ধন্যবাদ দিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ কামনা রানি, তালাইমারি শাখার সহকারি অধ্যক্ষ ফাতেমা জোহরা দোলনসহ অন্যান্য অতিথিবৃন্দ, অফিসারস, শিক্ষক ও শিক্ষার্থী।
পরিশেষে দোয়া ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।