ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুঠিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধারা এবং বিএনপিসহ সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে আসেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন, বেলপুকুর থানার ওসি আজাদ, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মাহবুবা আক্তার এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা প্রশাসনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া করেন।
শত শত মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে, পুঠিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর । এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…।’
এসময় উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করার মধ্য দিয়ে শেষ হয় প্রথম প্রহরের অনুষ্ঠানিকতা।