ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর শহীদ জিয়া শিশু পার্কে অনুষ্ঠিত হল ধূমকেতু নিউজের একটি বিশেষ অনুষ্ঠান ফ্যামিলি ডে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনভর ধূমকেতু নিউজের ফ্যামিলি ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত প্রতিনিধি এবং শুভাকাক্সক্ষীরা। অনুষ্ঠানটি ছিল এক বিশেষ মিলনমেলা। যেখানে পরিবারসহ সকলের অংশগ্রহণ ছিল স্বতস্ফুর্ত।
এ আয়োজনে ধূমকেতু নিউজের সম্পাদক সোহেল মাহবুব, রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফরিদুল ইসলাম সাহেব, সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হান্নান ওয়াকিলসহ বিশিষ্ট্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ধূমকেতু নিউজের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির, ব্যবস্থাপনা পরিচালক গুলবার আলী জুয়েল, বিশেষ প্রতিবেদক জান্নাতুল মাওয়া শিফা, নিজস্ব প্রতিবেদক তানভিরুল আলম তোহা ও আশরাফুল ইসলাম অন্তরসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে চারটি ইভেন্টে খেলার আয়োজন করা হয়। খেলায় মোট ১২ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ‘ফ্যামিলি ডে’ এর অন্যতম আকর্ষন ছিল লটারি। লটারিতে আকর্ষণীয় পুরস্কার জিতে নেন উপস্থিত ৭ জন।

এ ধরণের আয়োজন আরও সংগঠনমূলক কর্মকাণ্ড সকলকে একত্রিত করার গুরুত্ব তুলে ধরেছে, যা সবাইকে আরও একে অপরের সঙ্গে সম্পর্ক বাড়ানোর সুযোগ প্রদান করেছে এমনটাই বলছেন অতিথিবৃন্দ।

সবশেষে অংশগ্রহণকারীরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে আরও অনেক অনুষ্ঠান আয়োজনের জন্য পরিকল্পনা গ্রহণ করেন।