ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন ইউপির দরগাডাঙ্গা স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে স্কুল মাঠে সকালের দিকে আলোচনা সভা ও দুপুরের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় বরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন কলমা বালিকা স্কুলের প্রধান শিক্ষক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কলমা স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, দরগাডাঙ্গা স্কুলের (অব) প্রধান শিক্ষক মজিবুর রহমান, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান আলী, দরগাডাঙ্গা স্কুলের শিক্ষক আতাউর রহমান, মিজানুর রহমান সেলিম উদ্দিন খলিলুর রহমান, মিরাজুল ইসলাম, মফিজ উদ্দিন, তাসির উদ্দিন, মাসরেকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মামুনুর রশীদ, জিয়াউর রহমান, হারুনুর রশিদ, এনেরা খাতুন, হালিমা খাতুন, লালবানু বেগম, রুপালী মারান্ডি, সপ্না রানী দেবনাথ, আরজাদ আলী, অতিথি হিসেবে ছিলেন, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক রাসেল আহমেদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জু আহমেদ, মিজানুর রহমান মিজান, নজরুল ইসলাম, সাইদুর রহমান, জামাল উদ্দিন, আশিক আহমেদ প্রমুখ।
এছাড়াও স্কুলের শিক্ষার্থী অভিভাবক বৃন্দসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। এবারে স্কুল থেকে ৪৮ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করবেন এবং ষষ্ঠ শ্রেণীর ৫৭ জন নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।