ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ফ্রি স্বাস্থ্যসেবা, পরামর্শ, ঔষধ, মাস্ক ও সাবান বিতরণ অনুষ্ঠিত। রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে নগরীর আলুপট্টির পদ্মা মন্দির এর সামনে ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় ও ডেন্টিস্ট ক্লাবের উদ্যোগে শোকাবহ আগস্ট স্মরণে এসব সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বিশেষ অতিথি ছিলেন, নগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, রাজশাহী জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. চিন্ময় কান্তি দাস, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শংকর কুমার ঘোষ।
অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির যুগ্ম সম্পাদক ডা. রোকনুজ্জামান রিপন।
এসময় ২ শতাধিক পরিবারের মাঝে স্বাস্থ্যসেবা, পরামর্শ, ঔষধ, মাস্ক ও সাবান বিতরণ করা হয়।