ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলার উদ্যোগে শনিবার দিনব্যাপী রাজশাহী জেলা শাখার বিভিন্ন পাড়া কমিটির সংগঠকদের নিয়ে মুক্তিযুদ্ধ পাঠাগার মিলনায়তনে একটি প্যারালিগ্যাল প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি কল্পনা রায়।
স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী জেলা শাখার, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। পরিচিতি পর্ব- ফ্যাসিলিটেটর ছিলেন, জেলা শাখার সম্পাদক আলিমা খাতুন লিমা।
প্রশিক্ষণের প্রত্যাশা ও উদ্দেশ্য নিয়ে ফ্যাসিলিটেটর ছিলেন জেলা শাখার সহ সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক অনুসূয়া সরকার, পারিবারিক আইন (হিন্দু, মুসলিম), পিতা মাতা ভরণ-পোষণ আইন বিষয়ে-ফ্যাসিলিটেটর ছিলেন মহিলা পরিষদের জেলা শাখার প্যানেল এ্যাডভোকেট বিশ্বজিৎ বিশ্বাস, ও রাজশাহী জজ কোটের এ্যাডভোকেট নুরুন্নাহার লাভলী।
বাল্য বিবাহের কুফল নিয়ে ফ্যাসিলিটেটর ছিলেন জেলার, সেলিনা বানু-প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখা।
প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, সাংস্কৃতিক সম্পাদক হাসনা অরা সূচী। প্রশিক্ষণে ২৫ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে এক ঘন্টা প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।