ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক, ইতিহাস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি,আইবিএস এর সাবেক পরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সাবেক প্রো ভিসি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সিনিয়র সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, বেসরকারি শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় এর সাবেক ভিসি, সর্বশেষ সিলেট এর নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আতফুল হাই শিবলী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক এবং ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।
বুধবার এক শোক বার্তায় উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, প্রফেসর ড. আতফুল হাই শিবলী অত্যন্ত ভদ্র, সৎ, অমায়িক, কর্তব্যনিষ্ঠ এবং পরপকারী ছিলেন।
তিনি আমাদের ঘনিষ্ঠ পরিবারিক বন্ধু ছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারে পক্ষ আমরা গভীর শোক প্রকাশ করছি এবং বিদেহী আত্মার শান্তি কামনা করছি। একইসাথে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।