ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী পিস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
রোববার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর তেরখাদিয়াস্থ পিস স্কুলে এ ক্যাম্পের আয়োজন করে শহীদ ডা. গোলাম কাজেম আলী আহমেদ স্মৃতি পরিষদ।
ক্যাম্পে সহযোগিতায় ছিল রোটার্যাক্ট ক্লাব অফ আরএমসি পাইওনিয়ার। ক্যাম্পে স্কুলের প্রায় ২০০ জন শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পিস স্কুল এন্ড কলেজ রাজশাহী’র চেয়ারম্যান ডাঃ এম মুর্শেদ জামান মিঞা, রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার (শিশু মেডিসিন বিভাগ) ডা. গোলাম রাব্বানী, ডা. মারুফ আল হাসান, ডা. মাসউদ আহমেদ, ডা. আব্দুল্লাহ, ডা. তরিকুল ইসলামসহ স্কুলের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে শিক্ষার্থীদের চিকিৎসাপত্র প্রদান করা হয়।


