ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজের অধ্যক্ষ মান্যবর হবিবুর রহমান রাজশাহী কলেজে পঞ্চকবির অন্যতম রাজশাহীর সন্তান রজনীকান্ত সেনের নামে একটি মঞ্চ “রজনীকান্ত সেন মঞ্চ” তৈরি করার জন্য কান্তকবির মেলা রাজশাহী সংবর্ধনা প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী নগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহীন আখতার রেনী।
বিশেষ অতিথি ছিলেন, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদ, উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব অধ্যক্ষ হবিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন, কান্তকবির মেলার সভাপতি অর্চনা প্রামানিক লিপি।
সংবর্ধনা শেষে উক্ত মঞ্চে কান্তকবির মেলার শিল্পীরা রজনীকান্ত সেনের আটটি গান পরিবেশন করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ।