ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জাতীয় চার নেতার অন্যতম বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার কবরে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক কামরুল ইসলাম লিংকন ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য শহিদুল ইসলাম।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে নগরীর কাদিরগঞ্জস্থ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু আব্দুল মোমিন, রাজশাহী সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, রাজশাহী জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান (পল্লব), প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুজ্জামান, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোস প্রমুখ।