ধূমকেতু প্রতিবেদক : অগ্রণী ব্যাংক অফিসার সমিতি আঞ্চলিক পরিষদ রাজশাহীর শুভেচ্ছায় সিক্ত রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক। আজ বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্রণী ব্যাংক নগর ভবন শাখা অফিসে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি আঞ্চলিক পরিষদ রাজশাহীর সভাপতি আনোয়ারুল আইউবী, সভ-সভাপতি ফজলুর রহমান, হাতেম আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক-১ আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক-২ রিপন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বকুল কুমার সরকার, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সস্পাদক কামরুজ্জামান মিয়া, প্রচার সম্পাদক আলাউল নবীন, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম প্রামানিক, সমাজসেবা সম্পাদক নীলেন্দু অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক মারুফা জাহান, মহিলা সম্পাদিকা, ওয়অহিদা ইয়াসমিন, নির্বাহী সদস্য মানিক কুমার প্রামানিক, রাশেল আলী প্রামানিক, আঃ জব্বার, সোহেল রানা, মীর রাশেদুল খায়ের, জহির উদ্দিন, আব্দুর রউফ, জাকির হোসেন, মুশরেকুল আনোয়ার, মাহবুবা হক, শারমিন পারভীন প্রমুখ।
এর আগে, গত ২৬ ডিসেম্বর আরইউজের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সভাপতি পদে দুইজনের ভোটের সংখ্যা ড্র হওয়ায় আগামী ২১ দিনের মধ্যে এই পদে পুনরায় নির্বাচন হবে বলে জানানো হয়। এরপর ২৩ জানুয়ারি (শনিবার ) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ডা. এফএমএ জাহিদ নির্বাচনের ফল ঘোষণা করেন।
এতে রফিকুল ইসলাম ৩৭ ভোট পায়। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জনকণ্ঠের মামুন-অর-রশিদ পেয়েছেন ৩১ ভোট। ৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম।
গত ২৬ ডিসেম্বর আরইউজের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন যুগান্তরের তানজিমুল হক। তিনি পেয়েছেন ৪০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সময় টেলিভিশনের সাইফুর রহমান রকি পেয়েছেন ২৯ ভোট। দৈনিক যুগান্তরের তানজিমুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।