ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে। বুধবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০১ জন, বাগমারা থানা ০৪ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০৭ জন, চারঘাট মডেল থানা ০৩ জন, বাঘা থানা ০১ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ০৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৬ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বাগমারা থানা পুলিশ শাহজাহান দেওয়ান ওরফে বিদ্যুৎ (৪০) কে ০৬লিটার চোলাইমদসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ সিদ্দিকুর রহমানকে ০১ গ্রাম হেরোইনসহ আটক করে। পুুঠিয়া থানা পুলিশ ওসমান গনি (৩৪), সাইদুর রহমান (৩৫) ও শাহ মাহমুদুন্নবী ওরফে জনি (৩৫) কে ২০ গ্রাম গাঁজা ও ১০পিচ ইয়াবা এবং আশরাফুল ইসলাম (৪৮) কে ৪০ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।