ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে রোববার অনুষ্ঠিত হলো বার্ষিক মিলাদ মাহফিল। করোনাকালীন এই সংকটে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানটির শিক্ষকমন্ডলী এবং সীমিতসংখ্যক অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আজকের এই আয়োজন। এছাড়াও আয়োজনটিতে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুম এর মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান আব্দুল মান্নান খান, নির্বাহী পরিচালক নাজমা রহমান, অধ্যক্ষ বিরাজ আহমেদ, উপাধ্যক্ষ কামনা রাণী, উপরভদ্রা শাখার শাখা প্রধান ফাতেমা জোহরা এবং উপশহর শাখার শাখা প্রধান তুহিনা পারভিন।

আয়োজনটিতে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন, অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মন্ডলী। এছাড়াও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শাখাপ্রধানদ্বয় কোরআন ও হাদিসের আলোকে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়াও আয়োজনটিতে ছিল শিক্ষকদের অংশগ্রহণে হামদ, নাত পরিবেশনা এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সবশেষে করোনাকালীন এ সংকট থেকে উত্তরণের জন্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হামদ-নাত, তেলাওয়াত এবং ইসলামিক গল্প বলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
পরিশেষে শিক্ষকদের জন্য আয়োজিত তেলওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।