ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে রাজশাহীর বিসিকে অবস্থিত সাঁকোয়াটেক্স সোয়েটার ফ্যাক্টরীর অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহীর পুঠিয়া হতে বাগমারার ভবানীগঞ্জ পর্যন্ত মহাসড়ক যথাযথমান ও প্রশস্থতায় উন্নীত করণ প্রকল্পের অগ্রগতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ কয়েক বছর থেকে যানচলাচল সহ লোকজনের ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি বর্তমানে এতোটাই ভেঙ্গে ক্ষতিগ্রস্ত সর্ব সাধারনের চলাচল ঝুঁকি হয়ে পড়েছে। এমপি এনামুল হক মহান জাতীয় সংসদে পুঠিয়া থেকে বাগমারা পাকা রাস্তাটি দ্রæত সংস্কার সহ প্রশস্থ করনের দাবী করেন।
এমপি এনামুল হকের দাবীর প্রেক্ষিতে ১ শত ৩০ কোটির অধিক টাকা ব্যয়ে ২৭ কিলোমিটার রাস্তাটি প্রশস্থ করণ করা হচ্ছে। রাস্তাটির কাজ হলে অল্প সময়ের মধ্যে লোকজন ঢাকা সহ সারা দেশে চলাচল করতে পারবে। মতবিনিময় সভায় রাজশাহীর সড়ক ও জনপদ বিভাগের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।