ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ০৫ জনকে আটক করেছে মহানগর পুলিশ। সোমবার নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, মোহনপুর থানা ০২ জন, গোদাগাড়ী থানা ০১ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ০২ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী থানা পুলিশ জুম্মান (২৫) কে ১০০ বোতল ফেন্সিডিলসহ এবং বাঘা থানা পুলিশ আজিজুল ইসলাম (৫০) ও রুবেল (২৫) দেরকে ০৮ পিচ ইয়াবা ও ০২.০২ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।