ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মুজিব বর্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক সভা অনুষ্ঠিত। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে রাজশাহী জেলা প্রশাসনের সহযোগীতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ মাসুদুর রহমান রিংকু, জেলা খাদ্য নিয়ন্ত্রকের সুমাইয়া, গেল্টি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক, রাজশাহী রেস্তোরা মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও মাষ্টার শেফ এর পরিচালক এস.এম সিহাব উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।