ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে প্রতিবন্ধী, দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও মানবতার দেওয়ালের উদ্বোধন অনুষ্ঠিত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর মতিহার থানার সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রতিবন্ধী, দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ) বিভূতি ভূষন বানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ) একরামুল হক পিপিএম, মতিহার থানার অফিসার ইনচার্জ এ এস এম সিদ্দিকুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।