ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটর শ্রমিক নেতা কেএম শাহীন (৫০) চিকিৎসাধিন অবস্থায় রামেক হাসপাতালে মারা গেছেন।
নিহত কেএম শাহীন উপজেলার ঝলমলিয়া গ্রামের দুলাল দারোগার ছেলে ও রাজশাহী জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ।
নিহতের সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারী বিকেলে কে এম শাহীন পুঠিয়া সদরে তার ব্যক্তিগত কাজ শেষ করে ভ্যান যোগে বাড়ি আসছিল। পথে ঝলমলিয়া বাজারের নিকট আসামাত্র নাটোর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহি বাস ওই ভ্যানকে সজরে ধাক্কা দেয়। এতে করে ভ্যান চালকসহ যাত্রী শাহীন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।