ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ‘আর্ত-মানবতার সেবাই এগিয়ে আসুন’ মানুষ মানুষের জন্য প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্ত এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বাগমারা সচেতন নাগরিক সমাজ। উপজেলার বিভিন্ন এলাকার গরীব, দুস্থ অসহায় শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে বাগমারা সচেতন নাগরিক সমাজ।
শনিবার সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউ মার্কেট প্রাঙ্গণে মানবতার সেবাই আলনায় বিভিন্ন প্রকার শীতবস্ত্র রাখা হয়েছে। এই শীতে যাদের অনেক কষ্ট হচ্ছে তারাই এখান থেকে পছন্দ মতো শীতের পোশাক নিয়ে যাচ্ছেন।
বাগমারা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে মানবতার সেবাই শীতবস্ত্রের এই আলনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইজি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিমুল হক, বাগমারা সচেতন নাগরিক সমাজের সভাপতি এস.এম. মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, বিশিষ্ট সমাজসেবক নাদিরুহজ্জামান শাহ আলম, প্রভাষক আমজাদ হোসেন, সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে শীতে যে সকল মানুষ অনেক কষ্টে থাকে তাদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।