ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। শনিবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০২ জন, পুঠিয়া থানা ০৪ জন, চারঘাট মডেল থানা ০২ জন, বাঘা থানা ০৪ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের ০৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৫ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তানোর থানা পুলিশ নাহিদ (৩৩) কে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ শরীফা খাতুন এবং আশা বেগম (২২) কে ২০ লিটার দেশীয় চোলাইমদসহ আটক করে। বাঘা থানা পুলিশ মতিউর রহমান (৩৪) এবং সুমন (৩৫) কে ০১ গ্রাম হেরোইন ও ১৩ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।