ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চাঁদাবাজী ও নগ্ন করে ছবি-ভিডিও ইন্টারনেটে ভাইরাল এবং অধিক পরিমাণ চাঁদা দাবীর দায়ে তিনজনকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। রোববার সকাল ৭ টার দিকে নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহীর উপশহর এলাকার রহিমের মেয়ে সাবিনা ওরফে রজনী (২৫), শাহমখদুম থানার বড়বনগ্রাম ফুলতলার আব্দুর রশিদের ছেলে আব্দুল গাফফার (৩০) ও চন্দ্রিমা থানার নামোভদ্রা গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে রিয়া আক্তার পাখি (১৯)।
পুলিশ জানায়, সরকারি চাকুরীজীবি করিম (ছদ্মনাম) কে কয়েকজন বখাটে ফিটিংবাজ নারী, পুরুষ মিলে বিকাশের মাধ্যমে ১০,০০০ (দশ হাজার) টাকা চাঁদা আদায় করেন। বাদীকে নগ্ন করে ছবি ও ভিডিও চিত্র ধারণপূর্বক ইন্টারনেটে ভাইরাল করে দেয়ার হুমকি প্রদান করে ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং তাকে মারধর করে সাধারণ জখম করে। বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ আরও জানায়, বোয়ালিয়া মডেল থানা পুলিশের এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার এএসআই রানা আহম্মেদ, এএসআই নাজমুল হক, কং/১৪৯২ রনি আহম্মেদ ও রোমিও-১৫ এর সহযোগীতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সকাল ৭ টার দিকে বাদীর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা চাঁদার নগদ ৮,০০০ (আট হাজার) টাকা, ৩৫,০০০ টাকা মূল্যের ১টি স্বর্ণের আংটি এবং স্বাক্ষরিত নন-জুডিসিয়াল স্ট্যাম্প ও বাদীর নগ্ন ছবিসহ ভিডিও চিত্র ধারণকৃত মোবাইল ফোন সেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।