ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে কোভিড- ১৯ করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দেশ জুড়ে করোনার গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে মোহনপুরেও করোনা ভ্যাকসিন টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে ।
রোববার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সম্মুখযোদ্ধা হিসেবে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল কবির করোনার টিকা নেওয়ার মাধ্যমে গণটিকা কর্মসূচীর উদ্বোধন করা হয়।
করোনার টিকা উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সম্মুখযোদ্ধা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যাম এ্যাড, আব্দুস সালাম, নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, মোহনপুর থানা কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট ডাঃ ইসমাইল হোসেন খাঁন, মেডিকেল অফিসার ডাঃ হাসানুল জাহিদ, ডাঃ রাশেদুল ইসলাম, ডাঃ নাদিম মোস্তফাসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো যারা টিকা নিয়েছেন তারা হলেন মোহনপুর থানা কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট ডাঃ ইসমাইল হোসেন খাঁন, মেডিকেল অফিসার ডাঃ হাসানুল জাহিদ, ডাঃ রাশেদুল ইসলাম, ডাঃ নাদিম মোস্তফাসহ ২৪ জন। স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ আরিফুল কবির জানান, সারা বাংলাদেশের ন্যায় আমরাও করোনা টিকাদান কার্যক্রম শুরু করেছি। অনলাইন নিবন্ধনের মাধ্যমে ১৯ ক্যাটাগরিতে এ টিকাদান কর্যক্রম চলবে। ১ টি ভায়াল থেকে ১০জনকে টিকা দেয়া যাবে। মাসে ১২ দিন অর্থাৎ শুক্রবার বাদ দিয়ে প্রতিমাসের প্রথম দুই সপ্তাহ একটানা এ টিকাদান কার্যক্রম চলবে। কোভিড -১৯ করোনা ভ্যাকসিনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
তিনি মোহনপুর উপজেলা বাসির উদ্দেশ্য বলেন, যারা এই টিকা নিতে আগ্রহী তাদেরকে www.surokkha.gov.bd এই ওয়েব সাইট এ নিবন্ধন করার আহবান করছি।