ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবায় পুকুরে গ্যাস বড়ি (এক ধরনের বিষ) দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে নওহাটা পৌর এলাকার বাগসারা গ্রামের গিয়াস উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটানো হয়। এতে ওই মাছ চাষির সোয়া তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে পবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানায় অভিযোগ ও ক্ষতিগ্রস্ত চাষি গিয়াস উদ্দিনের কাছে থেকে জানা যায়, বাগসারা নওদাপাড়া তানোর রোডের পাশে আড়াই বিঘা জলাকারের পুকুরে লীজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেছিলাম। বিগত চার বছর থেকে তিনি এই পুকুরে বড় মাছের পাশাপাশি রেনু পোনা উৎপাদন করে থাকেন। এখান থেকে অন্যান্য পুকুরে মাছ সরবরাহ করে থাকেন। সোমবার সকালে লোকমুখে শুনতে পান যে তার পুকুরের মাছ মরে যাচ্ছে। এসে দেখেন কে বা কারা গ্যাস টেবলেট বা বিষ জাতীয় দ্রব্য প্রয়োগে মাছ মেরে ফেলেছে। এতে প্রায় ৩৫-৪০ মণ বিভিন্ন জাতের মাছ মারা যায়। যার আনুমানিক মূল্য সোয়া তিন লাখ টাকা।
প্রতিবেশী আফাজ উদ্দিন সরকার জানান, গিয়াস উদ্দিন তাদের গ্রামের মধ্যে একজন পরিশ্রমী ও সৎ মানুষ। এমন সহজ সরল মানুষের কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না। পুকুরের মাছ দেখে এটা এক ধরনের নৃশংসতা মনে হয়েছে।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গোলাম মোস্তফা বলেন, ‘গ্যাস বড়ি দিয়ে মাছ নিধনের ব্যাপারে অভিযোগ পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।