ধূমকেতু প্রতিবেদক : বিনা নোটিশে শিক্ষকদের চাকরিচ্যুত করার প্রতিবাদে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের সাধারণ শিক্ষকবৃন্দের মানববন্ধন।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে নগরীর আমচত্বরস্থ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মূল ফটকে এ মানববন্ধন করেন তারা।
মানবন্ধনে নেতৃত্ব দেন, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মামুন উর রশীদ।
রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মহিবুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের সার্জারী এক্স বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ আবু বকর সিদ্দিক, মেডিসিন বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মতিউর রহমান, শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ ছানাউল হক মিয়া, কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস।
আরও উপস্থিত ছিলেন, ডাঃ রবিউল ইসলাম রবিন, ডাঃ খয়রাতুন হাসান আন্নি, সিলভীয়া রহমান, নওরোজ সামী, ফারহান, মোহাইমিনুল রূপম প্রমুখ।