ধূমকেতু প্রতিবেদক : সমগ্র দেশের ন্যায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে উদযাপিত হল ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের সুবর্ণজয়ন্তী। রোববার ঐতিহাসিক এই দিনটি উদযাপন উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি আয়োজন করে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজকের আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার সরকার।
আয়োজনটির আহ্বায়ক ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ। আয়োজক ছিলেন, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাজমা রহমান এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান আব্দুল মান্নান খান।
এছাড়াও আয়োজনে সর্বাত্মক সহযোগিতায় ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ কামনা রাণী এবং উপরভদ্রা ও উপশহর শাখার শাখা প্রধান ফাতেমা জোহুরা ও তুহিনা পারভীন।
আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আয়োজনে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ বিরাজ আহমেদ এই ঐতিহাসিক দিনটির আদর্শ অন্তরে ধারণ ও লালন করার আহ্বান জানান।
নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু ও ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের নেপথ্যের প্রত্যেককে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে তিনি বাংলাদেশের মুক্তির সনদের এই ঘোষণার পেছনে বঙ্গমাতার সহযোদ্ধা ভূমিকার বর্ণনা করেন।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, শেখ মুজিবের এই ঐতিহাসিক ভাষণটিকে অন্তরে লালন করে ভবিষ্যত প্রজন্মকে এই ভাষণের গুরুত্ব বোঝাতে হবে তা পালনে উৎসাহিত করতে হবে।
আয়োজনের শেষে সভাপতি তার সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে করোনাকালীন এই মহামারিতে সকলের সুস্থতা কামনা করে আয়োজনের পরিসমাপ্তি ঘোষণা করেন।