ধূমকেতু প্রতিবেদক : পবায় আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, দারিদ্র বিমোচন কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, পল্লী উন্নয়ন কর্মকর্তা সামশুন্নাহার।
নারী উদ্যোক্তা জান্নাতুন ফেরদৌস লিজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। আরও বক্তব্য রাখেন, দুস্থ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী জয়ীতা রহিমা বেগম।
উপজেলা প্রশাসন ও পবা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন, নারী উদ্যাক্তা, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মহিলা সমিতির নেতৃবৃন্দ।