ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বেঞ্চ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র সহায়তায় এসব উচু-নীচু বেঞ্চ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বেঞ্জ বিতরণ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, হরিয়ান ইউপি’র চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু।
স্বাগত বক্তব্য রাখেন জাইকার পবা কর্মকর্তা আব্দুল মতিন। উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। উপজেলার ২০টি প্রতিষ্ঠানে ২১৯ সেট সরবরাহ করা হয়।