ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন, ঐতিহাসিক মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা ৪টায় আনন্দ র্যালী রাজশাহী কলেজ থেকে বের হয়।
র্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্ভূক্ত সকল সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীবৃন্দ।