‘দেশের কল্যাণে জনতা-পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী রেঞ্জের মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) বাতেন বিপিএম, পিপিএম বলেছেন, পুলিশ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জনতা-পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দেশের কল্যাণে কাজ করছে। তিনি রোববার বিকেলে রাজশাহীর বাগমারার পানিয়া-নরদাশ ডিগ্রি কলেজ মাঠে রাজশাহী জেলা পুলিশের ১০ দিনের মোবালাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পেশা আলাদা হলেও পুলিশেওরা মানুষ। তাই মানুষের ভালো-মন্দ পুলিশ বোঝে। আইন শৃংখলা রক্ষার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা দেওয়াও পুলিশের দায়িত্ব বলে উল্লেখ করেন।

জেলা পুলিশের আয়োজনে বিকেলে কলেজমাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম বার)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পানিয়া-নরদাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মণ্ডল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, আউচপাড়া ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, শুভডাঙ্গার চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, নরদাশের মতিউর রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান প্রমুখ।

পুলিশ লাইনসের বাইরে লোকালয়ে এই ধরণের আয়োজনের কারণ উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন বলেছেন, পুলিশ বিষয়ে ভীতি দূর করতে ও জনগণের কাছে নিয়ে আসতেই এই উদ্যোগ। রাজশাহী জেলায় এটি প্রথম আয়োজন বলে উল্লেখ করেছেন। কুচকাওয়াজ সর্ম্পকে বলেন, পুলিশ সদস্যরা দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণে তাঁদের কত লিটার ঘাম ঝরেছে তার হিসাব নেই। প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশ নেওয়া পুলিশ সদস্যদের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানী প্রদান করেন।

বিকেলে ডিআইজি অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, গত ১২ মার্চ থেকে উপজেলার পানিয়া-নরদাশ ডিগ্রি কলেজে এই কুচকাওয়াজ শুরু হয়। জেলার মোট নারীসহ ১৪০ জন পুলিশ সদস্য কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।

Scroll to Top