বাঘায় আমবাগান থেকে গৃহবধুর লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আমবাগান থেকে সীমা বেগম নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আরিপপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
অনুসন্ধ্যানে জানা গেছে, আরিপপুর গ্রামের আতব আলীর মেয়ে সীমা বেগম (৩৫) একজন স্বামী পরিত্যাক্তা। সে বর্তমানে বাবার বাড়ীতে বসবাস করে। তার দুটি সন্তান রয়েছে। প্রতিদিনের ন্যায় সোমবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সীমা বেগম। অতঃপর মঙ্গলবার সকাল ৬ টার সময় বাড়ীর পাশের একটি আম বাগানে তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে বাঘা থানা পুলিশকে খবর দিলে তারা এসে ঐ লাশ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ মামলার তদন্তকারি কর্মকর্তা বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) লুৎফর রহমান জানান, লাশের গলায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, কে-বা কাহারা এই গৃহবধুকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে।
তবে স্থানীয় লোকজনের ধারণা, কতিপয় দুষ্কৃৃতিকারীরা তাকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যেতে পারে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। ময়না তদন্তের জন্য এ লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। সুরতাহাল রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না। রিপোর্ট এলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।