ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতা, চাকুরীজীবী, ব্যবসায়ী ও সুশিল সমাজের সাথে সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আয়োজিত সভায় কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ অতিথিদের সাথে ৬ নং ওয়ার্ডের উন্নয়ন, সমস্যা ও করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।
উপস্থিত অত্র ওয়ার্ডের জনগণ বলেন, মেয়র আব্দুল মজিদ পৌরসভার উন্নয়নের কাজ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনেক পৌরসভা এখে না অন্ধাকরে পরে থাকলেও ইতোমধ্যে তিনি এই পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নিত করেছেন। নাগরীক প্রায় সকল সুবিধা তিনি নিশ্চিত করেছেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সুবিধাদি তিনি প্রদান করছেন। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী থেকে প্রাপ্য কেউ যেন বাদ না যায় তার জন্য তিনি কাজ করে যাচ্ছেন বলে তারা বক্তব্যে উল্লেখ করেন।
তারা আরো বলেন, কিছু লোক এই পৌরসভার উন্নয়ন চায়না। তারা সর্বদা পৌরসভার ক্ষতি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সকল জনগণ ও দুস্কৃতিকারী নেতা থেকে দূর থাকার জন্য উপস্থিত জনগণের প্রতি আহবান জানান। সেইসাথে ৬নং ওয়ার্ডের কিছু কাজ নিয়ে মেয়রকে পরামর্শ দেন তারা । মেয়র তাদের কথা শোনেন এবং দ্রুততার সাথে সমাধান করার প্রতিশ্রুতি দেন। সেইসাথে আগামী পৌর নির্বাচনে সরকারী দলীয় প্রার্থীর হয়ে কাজ করার জন্য সবার প্রতি অনুরোধ করেন মেয়র।
এসময়ে কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর ও যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও কাঁকনহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ জালাল উদ্দিন দেওয়ানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।