বাঘায় র‌্যাবের হাতে ইয়াবাসহ তিনজন আটক

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ১৬০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার বিকেলে বাঘা সীমান্ত এলাকার আলাইপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার আলাইপুর গ্রামের শওকত আলীর ছেলে রুবেল (২৮),আশরাফ আলীর ছেলে আব্দুল বারী (৩০) এবং পার্শ্ববর্তী মহদিপুর গ্রামের ইসরাইলের ছেলে পলাশ (২৯)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫ উপজেলার আলাইপুর এলাকায় অবস্থান নেয়। এসময় উল্লেখিত তিন মাদক ব্যবসায়ী ১৬০ পিচ ইয়াবা-সহ পাকা রাস্তায় এসে উলকা গাড়ির জন্য অপেক্ষা করলে র‌্যাবের একটি দল তাদের হাতে-নাতে আটক করে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় রাজশাহী র‌্যাব-৫ এর পক্ষ থেকে ৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

Scroll to Top