ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : দুর্গাপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে ও শহীদ মিনারে পুষ্পস্তবক এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে দ্বিতীয়ার্দ্ধে উপজেলা চত্বরে স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব আলী মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।