ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাটাখালীর কাপাশিয়ায় বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোকা বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ঢাকায় অবস্থারত রাসিক মেয়র দুর্ঘটনার পর থেকে মোবাইল ফোনে দুর্ঘটনার বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছেন।
উল্লেখ্য, শুক্রবার দুপুর পৌনে ২টায় রাজশাহীর কাটাখালীর কাপাশিয়া এলাকায় বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ১১জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।