ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবার নওহাটা পৌরভবনের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রধান অতিথি থেকে কাজের উদ্বোধন করেন, পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ।
১১ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের উদ্বেধনীতে বিশেষ অতিথি ছিলেন, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, সহকারি প্রধান শিক্ষক আখতার ফারুক, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌর নির্বাহী প্রকৌশলী শাহ জাহান, সচিব মিজানুর রহমান, সহকারি প্রকৌশলী আতাউর রহমান, উপ-সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম, পৌর কাউন্সিলর মোখলেছুর রহমান, পারভেজ আলী প্রমুখ।