ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : সরকারী ঘোষনা অনুযায়ী সারা দেশে লকডাউনের প্রথম দিনে রাজশাহীর চারঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময় লকডাউনে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অন্য দোকানীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তী রানী কৈরী জানান, সরকারী নিদের্শনা অনুযায়ী সকাল থেকে নির্ধারিত কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ রাখার বিধান থাকলেও চারঘাটে সেই নিদের্শনা মানা হচ্ছিল না। এছাড়াও মাস্ক ছাড়া জনসাধারণ এলোমেলো ভাবে চলাচল করায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারী নিদের্শনা অমান্য করে চারঘাটের এম কে ইলেকট্রনিক, হক বাসনালয় এবং খালেক এন্টারপ্রাইজ এ তিনটি প্রতিষ্ঠান খোলা রাখায় তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট তিন হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এসময় খোলা রাখা অন্য দোকানীরা তাদের দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়। তবে লকডাউনের মধ্যে যে সব প্রতিষ্ঠান সরকারী নির্দেশনা অমান্য করে দোকানাপাট খোলা রাখবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জরুরী কাজ ছাড়া যারা বাইরে মাস্ক বিহীন ঘুরবেন তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।