ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ১০ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৫) অপহরণের ২৬ দিনপর তাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৫ এপ্রিল রাতে নাটোর জেলার বাগাতিপাড়া সদর থেকে তাকে উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, আড়ানী মনোমোহিনী সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রতিদিন সকালে নিজ বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়।
সর্বশেষ ১০ মার্চ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আড়ানী ডিগ্রী কলেজের কাছে পৌছলে বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার পিয়াদা পাড়া গ্রামের একরাম আলীর ছেলে আলিফ আলী (২০) ও তার তিন বন্ধ মিলে তাকে অপহরণ করে।
এ ঘটনায় অনেক খোজাখুজি করে মেয়েকে না পেয়ে ঐ ছাত্রীর মা ১২ মার্চ ৩ জনকে আসামী করে বাঘা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের ২৬ দিন পর বাঘা থানা পুলিশ বাগাতিপাড়া থানার সদর এলাকা থেকে ৫ এপ্রিল রাতে ঐ ছাত্রীকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি তদন্ত বলেন, স্কুল ছাত্রীকে পরীক্ষা নীরিক্ষার জন্য মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ও.সি.সি’তে পাঠানো হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।