ধূমকেতু প্রতিবেদক, ফারজানা তাসনিম : দ্বিতীয় দফায় বেড়েছে করোনার প্্রকোপ। সারা দেশ জুড়ে চলছে লকডাউন। এমন অব¯থাতেও নেই জনগণের সর্তকতা, মাস্ক ছাড়া ও সামাজিক দুরত্ব বজায় না রেখেই চলছে অবাধ চলাফেরা।
রাজশাহীর রেলগেট এলাকায় যেয়ে দেখা যায় সেখানে টি সি বির পণ্য বিক্রয় করা হচ্ছে এবং লাইনধরে ক্রেতা পন্য ক্রয় করার উদ্দেশ্যে দাড়িয়ে রয়েছে। কিন্তু তাদের মধ্যে লকডাউনের যে নিয়ম গুলো মানা দরকার তা তাদের মধ্যে দেখা যায়নি।
ধূমকেতু নিউজ সেখানে এক ক্রেতা সুইট (২৫) এর সাথে কথা বলে, তিনি মাস্ক পরিধান করে ছিলেন না, তিনি আমাদের বলেন মাস্ক পড়লে গরমে অস্বস্থি হয়, ক্যামেরা দেখলে তিনি আবার মাস্ক পরিধান করে। সেখানে আরো ক্রেতা ছিলো এবং তাদের মধ্যে ও কিছু মানুষ মাস্ক ব্যতিত ছিলো। আবার এমন অবস্থায় সেখানে কোন রকমের সামাজিক দূরত্ব ছিলো না।
আরেকজন ক্রেতা শাহি (৩৩) তিনি ধূমকেতু নিউজকে বলেন, সামাজিক দূরত্বের বিষয়ে এইখানে কোনো রকমের সর্তকতা মূলক নির্দেশনা নেই এবং এখানে একত্রে অনেক মানুষ জড়ো হওয়ায় এটি মানা হচ্ছে না।
এছাড়া দেখা যায় আশে পাশে যে পথচারী মানুষ চলাচল করছে তাদের মধ্যেও অনেকের মুখে মাস্ক নেই। এই ধরনের অসর্তকতা মূলক কার্যক্রম ঠেকাতে সার্বক্ষনিক ভবে প্রশাসন সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন।