ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় পুকুর খননের মাটিবাহী ট্রাক্টর ও ড্রামট্রাকের কারণে গ্রামীণ সড়ক গুলো এখন মৃত্যুর ফাঁদে রুপান্তরিত হয়েছে। বৃষ্টি হলেই কাদাযুক্ত সড়ক হয়ে যাচ্ছে যানবাহন চলাচলে অনিয়ন্ত্রিত।
স্থানীয়রা বলছেন প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না। অবৈধ পুকুর ও খননকৃত মাটিবাহী গাড়ীর অবাধ বিচরণে সড়ক গুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যার কারণে প্রতিদিনই বিভিন্ন সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরিষাবাড়ি এলাকার তাজুল ইসলাম বলেন, বিগত বছর গুলোর চেয়ে এ বছর তিনগুন বেশী পুকুর খনন করা হয়েছে। আর খননকৃত পুকুরের মাটি গুলো কয়েকটি ইটভাটায় সরবরাহ করা হয়েছে। অনেকেই তাদের আশেপাশের নিচু জমি ও গর্ত ভরাট করেছেন। মাটি গুলো ট্রাক্টরের মাধ্যমে আনা হচ্ছে। আর ওই ট্রাক্টর গুলো সুরক্ষতি না হওয়ায় পুরো রাস্তা জুড়ে মাটি পড়ে যায়। ফলে এখন বৃষ্টি শুরু হওয়ায় সড়কের ওই মাটি গুলো চলাচলে ঝুকিপূণ হয়ে উঠেছে।
আবু তাহের নামে অপর একজন পথচারী বলেন, এ বছর কোটি টাকার উপর ব্যয়ে মিনি বিশ্বরোড পূর্ণনির্মাণ করা হয়। অথচ একমাস না ঘুরতেই মাটিবাহী যানবাহন গুলো সড়কটির বেহাল অবস্থা করে ফেলেছে। গত দু’দিন বৃষ্টি হওয়ায় মিনি বিশ্বরোডে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিদিন দূর্ঘটনার শিকার হচ্ছে। কাদাযুক্ত সড়কে বিভিন্ন যানবাহন গুলো চলাচল করতে পারছে না।
কাঠালবাড়িয়া গ্রামের আব্দুস সালাম বলেন, গ্রামীণ সড়কে মাটিবাহী অবৈধ যানবাহন চলাচল বন্ধে উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি লিখিত অভিযোগ চান। পরে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ দেয়ার পরও তিনি রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে আইনী কোনো ব্যবস্থা নেননি।
এ বিষয়ে জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বলেন, বছরের শুরু থেকে আমি ফসলি জমিতে পুকুর খনন বন্ধের পক্ষে ছিলাম। কিন্তু কোনো একটি রহস্যময় শক্তি এই পুকুর খননকারীদের পক্ষে কাজ করছে। প্রতিদিন শতশত মাটিবাহী ট্রাক্টর ও ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচলের ফলে গ্রামীণ সড়ক ধ্বংশের পথে। বিষয়টি উপজেলা মাসিক সভা ও আমাদের এমপিকে অবহিত করেছিলাম। কিন্তু এর কোনো সুফল হয়নি। যার কারণে এখন ওই রাস্তা গুলো মরণফাঁদে পরিনত হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, বৃষ্টি হলে গ্রামীণ সড়ক গুলোতে কাদায় ঝুকিপূর্ণ হওয়াই স্বাভাবিক। সড়ক গুলোর সুরক্ষায় আমরা বিভিন্ন সময় অবৈধ মাটিবাহী ট্রাক্টর বা ড্রামট্রাক গুলো আটক করে জরিমানা আদায় করছি। আমাদের অভিযান অব্যহত রয়েছে। তবে অবৈধ পুকুর খনন ও মাটিবাহী গাড়ী গুলো চলাচল প্রতিরোধে এলাকার লোকজনদের প্রথমে এগিয়ে আসতে হবে।