ধূমকেতু প্রতিবেদক : কাঁকনহাট পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসাহাক হোসেনের মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। উল্লেখ্য যে, ইসহাক হোসেন ২০০৩ সালে কাঁকনহাট পৌরসভা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।
তিনি বুধবার হূদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাড়ে ১০ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।