ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে হেরোইনসহ মনিকা (২৮) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার দুপুর সাড়ে ৩ টার দেকে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন সোনাদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনিকা রাজশাহীর রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকার মাহবুব হাসানের মেয়ে।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার এ.টি.এম.মাইনুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সোনাদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মনিকাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল ও ০১ টি সীমকার্ডসহ জব্দ করা হয়।
তিনি আরও জানান, উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।